ভাস্কর্যবিরোধী বক্তব্যে সহযোগিতায় খালেদা-তারেক-ফখরুলের বিরুদ্ধে মামলা
ভাস্কর্যবিরোধী বক্তব্যে সহযোগিতা করার অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
মামলায় আরো আসামি করা হয়েছে— হেফাজত ইসলামের আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী, হেফাজতে ইসলাম যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্রের নেতা সৈয়দ ফয়জুল করীম।
শুনানি শেষে মহানগর হাকিম সত্যব্রত শিকদার বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী এ বি সিদ্দিকী। এর আগে বাবুনগরী, মামুনুল ও ফয়জুলের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চ ও মামুনুলের বিরুদ্ধে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আলাদা করে রাষ্ট্রদ্রোহ মামলা করে।❐