ভূমিকম্পে ৮০০ বার কেঁপে উঠল আইসল্যান্ড, জরুরি অবস্থা জারি
বিশ্বের অন্যতম দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প অনুভূত হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। গতকাল শুক্রবার (১০ নভেম্বর) দক্ষিণ-পশ্চিম রেকজেনেস উপদ্বীপের বাসিন্দাদের সরে যেতে বলা হয়। খবর এনডিটিভি।
পরপর কয়েকশ ভূমিকম্প আঘাত হানার পর নাগরিকদের নিরাপত্তায় জরুরি অবস্থা ঘোষণা করে আইসল্যান্ডের ন্যাশনাল পুলিশ কমিশনার।
রাজধানী রেইকজাভিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ও দেশের দক্ষিণ উপকূলে এই ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী. গ্রিন্ডাভিকের উত্তরে সবচেয়ে বড় কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২। এ সময় অঞ্চলটিতে ঘর-বাড়ি তীব্রভাবে কেঁপে ওঠে।
আবহাওয়াবিদরা আশঙ্কা করছে, আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠার কারণে ভূমিকম্পের হানা। প্রায় ৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে আইসল্যান্ডের সীমানায়। এ হিসেবে এটি ভৌগলিকভাবে বিশ্বের সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরিময় অঞ্চলগুলোর একটি।