মদ খেয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনা, ন্যান্সি পেলোসির স্বামীকে ৫ দিনের জেল-জরিমানা
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীকে পাঁচ দিনের জেল ও জরিমানা করা হয়েছে। মদ খেয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোয় তাকে এ শাস্তি দেয়া হয়। ন্যান্সি পেলোসির স্বামীর নাম পল পেলোসি, তার বয়স ৮২ বছর। গত মে মাসে মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে তিনি একটি জিপকে ধাক্কা মারেন। ক্যালিফোর্নিয়ায় এই ঘটনা ঘটেছিল। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
খবরে জানানো হয়, এরইমধ্যে তিনি তার অপরাধের কথা স্বীকার করে নিয়েছিলেন। তারপর তার পাঁচদিনের জেল ও ৬ হাজার ৮০০ ডলার জরিমানা হয়েছে। তবে নতুন করে পল পেলোসিকে আর জেলে থাকতে হবে না। কারণ, তিনি ইতিমধ্যে জেল খেটেছেন। সেখানে ভালো ব্যবহার করার জন্য দুই দিনের কারাবাস মওকুফ করে দিয়েছেন বিচারক।
আগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এবং চারদিন তিনি জেলে ছিলেন।
যে একদিন তাকে জেলে থাকতে হবে না, তার বিনিময়ে তিনি কমিউনিটি সার্ভিস করবেন। এছাড়া তিন মাসের জন্য মদ খেয়ে গাড়ি না চালানো সংক্রান্ত ক্লাসে যেতে হবে। তাকে গাড়িতে ইগনিশন ইন্টারলক সিস্টেম লাগাতে হবে। এই যন্ত্র লাগালে ইঞ্জিন স্টার্ট করার আগে তাকে পরীক্ষা দিতে হবে যে তিনি মদ খাননি। মদ খেলে গাড়ি স্টার্টই নেবে না।
এর আগে গত ২৮শে মে পল পেলোসিকে গ্রেপ্তার করা হয়। তিনি হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। তার গাড়ি একটি জিপকে ধাক্কা মারে। জিপের চালকের হাত, ঘাড় ও গলায় লাগে। তবে তার বা জিপের অন্য যাত্রীদের আঘাত গুরুতর ছিল না। পরীক্ষা করে দেখা যায়, পল পেলোসির রক্তে অ্যালকোহলের পরিমাণ ছিল দশমিক শূন্য আট দুই শতাংশ, যা সীমার থেকে সামান্য বেশি।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল অফিসাররা জানিয়েছিলেন, পল পেলোসি ঠিকভাবে দাঁড়াতে পারছিলেন না, তার কথা জড়িয়ে গিয়েছিল এবং তার মুখ থেকে অ্যালকোহলের তীব্র গন্ধ আসছিল। যখন এই দুর্ঘটনা ঘটে, তখন ন্যান্সি সেখানে ছিলেন না। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার তখন রোড আইল্যান্ডে ছিলেন।