মনমোহন সিংয়ের অবস্থা উন্নতির দিকে
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ডেঙ্গু রোগে আক্রান্ত। তবে তার অবস্থা স্থিতিশীল এবং উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (এইমস) ভর্তি আছেন মনমোহন সিং। শনিবার (১৬ অক্টোবর) তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়েছেন চিকিৎসকরা। গত বুধবার সন্ধ্যায় শরীরে জ্বর ও দুর্বলতা নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন তিনি।
অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সের এক কর্মকর্তা জানান, কংগ্রেস নেতা (মনমোহন সিং) ডেঙ্গু রোগে আক্রান্ত। তার রক্তে প্লাটিলেটের পরিমাণ বাড়ছে এবং শারীরিক অবস্থাও উন্নতির দিকে।
হাসপাতালটির কার্ডিও-নিউরো সেন্টারের একটি প্রাইভেট ওয়ার্ডে ভর্তি আছেন ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী। ডা. নিতিশ নায়েকের নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তার তত্বাবধানে নিয়োজিত রয়েছে।
Mr @RahulGandhi visited AIIMS in Delhi to enquire about former PM Manmohan Singh ji's health.
Wishing speedy recovery to Singh Saab the great 🙏 pic.twitter.com/jF6iXQNqke
— RaGa for India🇮🇳 (@PuRniimaRG) October 14, 2021