মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রামাণ্যচিত্র ‘লতিকা’
রাশিয়ার মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের শর্ট কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশী চলচ্চিত্র ‘লতিকা’। ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন স্বাধীন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সামছুল ইসলাম স্বপন। আগামী ৫-১৫ সেপ্টেম্বর মস্কোতে এ আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে।
প্রামাণ্যচিত্রের গল্প চিত্রা নদীর পাড়ের মালো সম্প্রদায়ের এক সংগ্রামী নারী ও তার পরিবারকে ঘিরে। তার স্বামী শ্যাম বিশ্বাস ভোঁদড় দিয়ে মাছ শিকার করেন। তাদের দুই সন্তান এবং তিন জোড়া ভোঁদড় নিয়ে একটি সংসারের টানাপোড়নের চিত্র এখানে তুলে ধরা হয়েছে।
নির্মাতা সামছুল ইসলাম স্বপন জানিয়েছেন, ‘লতিকা’ শর্ট কম্পিটিশন বিভাগে মনোনীত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। চলচ্চিত্রটির প্রদর্শনী ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।
‘লতিকা’ এর আগেও বিশ্বব্যাপী বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। এ বছর সুইজারল্যান্ডের ৫৫তম ভিশনস দ্যু রিয়্যাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে এটি আনুষ্ঠানিকভাবে জায়গা করে নেয়। এছাড়াও ইংল্যান্ডের ২৩তম ওয়াও-ওয়েলস ওয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব, লন্ডন ডিভি চলচ্চিত্র উৎসব এবং চট্টগ্রাম আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে ‘লতিকা’র প্রদর্শনী হয়েছে।
উল্লেখ্য, ব্রাজিল, চিলি, চীন, ফ্রান্স, জর্জিয়া, ইরান, ইতালি, কুর্দিস্তান, মলদোভা, নেদারল্যান্ডস, পাকিস্তান, রাশিয়া, স্পেন, সিরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের চলচ্চিত্রও এ উৎসবে প্রতিযোগিতায় অংশ নেবে।