মার্কিন কংগ্রেসে দ্বিতীয়বার ভাষণ দিয়ে ইতিহাস গড়ছেন মোদি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে ২১ জুন থেকে ২৪ জুন দেশটিতে থাকবেন তিনি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসর যৌথ অধিবেশনে ২২ জুন দ্বিতীয়বারের মতো ভাষণ দিবেন মোদি। এর মাধ্যমে তিনি ইতিহাস গড়তে যাচ্ছেন। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেসের যৌথ অধিবেশনে দুবার ভাষণ দেবেন। খবর এনডিটভি।
যুক্তরাষ্ট্রে মোদির প্রতি দ্বিদলীয় সমর্থন এবং সম্মান প্রদর্শন করে এই ঐতিহাসিক ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। দেশটির প্রতিনিধি পরিষদ এবং সিনেট উভয় মোদিকে আমন্ত্রণ জানায়।
মোদির আমন্ত্রণপত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি সাত বছর আগে তার (মোদি) শেষ ভাষণটির প্রশংসা করেছে।
হোয়াইট হাউস তার বার্তায় জোর দিয়ে জানায়, এটি দুই দেশের গভীর এবং ঘনিষ্ঠ মৈত্রীকে পুনরায় নিশ্চিত করার একটি উপলক্ষ। মোদি বিশেষাধিকারের জন্য ধন্যবাদ প্রকাশ করেছে এবং বলেছে তিনি যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
এছাড়া মোদি তার বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের অংশ হতে পেরে তিনি যে গর্বিত তা পুনরাবৃত্তি করেন।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা কার্ট ক্যাম্পবেল জানান, এই সফর বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ককে জোরদার করতে সহায়তা করতে পারে। যা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।
বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ভারতকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বেশ কয়েকটি ব্যবসায়িক এবং বিনিয়োগ গোষ্ঠী বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনতে নতুন বিনিয়োগের সুযোগের জন্য ভারতের দিকে তাকিয়ে আছে।