ময়লা-আবর্জনা ফেলায় যুক্তরাজ্যের ওপর ক্ষেপেছে ফ্রান্স
নিজেদের সুয়ারেজের ময়লা ও আবর্জনা ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরে ফেলছে যুক্তরাজ্য। এ বিষয়টি নিয়ে ভীষণ ক্ষিপ্ত হয়েছে ফ্রান্স। কারণ যুক্তরাজ্য সমুদ্রে ময়লা ফেলায় ফ্রান্সের উপকূলীয় অঞ্চলগুলো দূষিত হচ্ছে। যা পরিবেশ ও সমুদ্রের বাস্তুতন্ত্রকে হুমকির মুখে ফেলছে।
আর এ কারণে ইউরোপীয় ইউনিয়নের কাছে নালিশ দিয়েছে ফ্রান্স। দেশটির তিনজন এমপি বিষয়টি উত্থাপন করেছেন। তারা বলেছেন, ইউনিয়ন যেন যুক্তরাজ্যের ওপর আইনগত ও রাজনৈতিক পদক্ষেপ নেয়।
যুক্তরাজ্যে কয়েকদিনে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে সুয়ারেজের ময়লার পানি বৃদ্ধি পেয়ে রাস্তার ওপর ওঠে আসার শঙ্কা দেখা দিয়েছে। এ কারণে তারা অতিরিক্ত পানি সমুদ্র ও নদীতে ফেলে দিচ্ছে।
সাধারণ সময়ে ময়লা-আবর্জনা পরিস্কার করে এরপর সেসব পানি সমুদ্রে এবং নদীতে ফেলা হয়।
ফ্রান্সের দাবি, ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর যুক্তরাজ্য সমুদ্র দূষিত করে চলছে। তারা যেহেতু আর ইউনিয়নের নিয়ম-কানুন মানতে বাধ্য না; তাই যা তা করে যাচ্ছে। এতে করে পরিবেশ ও সমুদ্র হুমকির মুখে পড়েছে।
ফ্রান্সের এমপিরা বলেছেন, যুক্তরাজ্য এমনটি অব্যাহত রাখতে পারে না। তারা ইউরোপীয় ইউনিয়নের আইন মানতে বাধ্য না থাকলেও আন্তর্জাতিক আইন মানতে বাধ্য আছে। গত ২০ বছর ধরে অনেক কিছুর পর পানিকে নিরাপদ করা সম্ভব হয়েছে। এখন যুক্তরাজ্য এটি ধ্বংস করে দিতে পারে না।
এদিকে যুক্তরাজ্য এমন দায় পুরোপুরি অস্বীকার করেছে। তবে জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখবে।