যুক্তরাজ্যে হালাল টিকা নিচ্ছেন মুসলিমরা
যুক্তরাজ্যে মসজিদে বসেই ভ্যাকসিন নিচ্ছেন দেশটির মুসলিমরা। প্রথম দিকে অনেকেই ভ্যাকসিন নেবেন কি-না সে বিষয়ে বেশ দ্বিধা-দ্বন্দ্বে থাকলেও এখন অনেকে স্বাভাবিকভাবেই ভ্যাকসিন নিতে আগ্রহী হচ্ছেন।
৬০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক শেনাজ সাজান। তিনি গত কয়েক দিন কভিড-১৯ সম্পর্কে আরও বেশি তথ্য জেনেছেন। প্রথম দিকে তিনি ভ্যাকসিন নেবেন কি-না সেটা ঠিক করতে পারছিলেন না। তার মনে হয়েছিল শাকসবজিসমৃদ্ধ ডায়েট মেনে চললে তিনি সম্ভবত করোনার বিরুদ্ধে লড়াই করতে পারবেন।
কিন্তু পরবর্তীতে তিনি আল আব্বাস ইসলামিক সেন্টার থেকে ভ্যাকসিন সম্পর্কে অনেক তথ্য, নির্দেশনা এবং আশ্বাস পান। তাকে জানানো হয় যে, ভ্যাকসিন ‘হালাল’ তাই এটি গ্রহণ করতে কোনো বাধা নেই। ন্যাশনাল হেলথ সার্ভিস ইংল্যান্ড সম্প্রতি সেখানকার প্রথম মসজিদ হিসেবে আল আব্বাস ইসলামিক সেন্টারকে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে।
সাজান বলেন, মসজিদের মতো একটি বিশ্বস্ত জায়গা থেকে ভ্যাকসিন গ্রহণ করাটা খুবই সন্তোষজনক একটি অভিজ্ঞতা। ওই মসজিদ থেকে তার মতো আরও অনেকেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করেছেন। বিশ্বে সবার আগে ভ্যাকসিনের কার্যক্রম শুরু করে ব্রিটেন। ভ্যাকসিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তারা বেশ প্রশংসাও পেয়েছে। এর মধ্যেই ১০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়েছে। প্রথম দফায় ১ কোটি ২০ লাখ মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন।
পূর্ব লন্ডনের মসজিদে গত রবিবার কয়েকশ’ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বার্মিংহামের আল আব্বাস ইসলামিক সেন্টারেও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সেখানে আগামী কয়েক সপ্তাহে প্রায় ৫০০ মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ওই মসজিদের ইমাম নুরু মোহাম্মদ বলেন, যারা ভ্যাকসিন কার্যক্রম সম্পর্কে খুব বেশি কিছু জানেন না তাদের সুবিধার জন্য বিভিন্ন ক্লিনিকে না নিয়ে বরং নিজেদের পরিচিত এবং বিশ্বস্ত জায়গায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভ্যাকসিন নিয়ে বেশ ভীতি কাজ করছে। এ সম্পর্কে তারা অনেক ভুল তথ্যও পেয়েছেন। সে কারণেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘লোকজন ভ্যাকসিন নিতে আসছে সেজন্য আমরা বেশ আনন্দিত। আমি আমার মুসলিম ভাইবোনদের এ বিষয়ে উৎসাহিত করতে নিজেও ভ্যাকসিন নেওয়ার সৌভাগ্য অর্জন করতে চাই। আমি তাদের জানাতে চাই যে, ন্যাশনাল হেলথ সেন্টার থেকে যেসব তথ্য দেওয়া হচ্ছে সেগুলোর ওপর আমাদের আস্থা রাখতে হবে।❐