যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে বাংলাদেশি কন্ঠশিল্পী মারা গেলেন
বাংলাদেশের এক সময়ের পল্লীগীতির জনপ্রিয় কন্ঠশিল্পী বীণা মজুমদার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীণা মজুমদার।
মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বীণা মজুমদারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক প্রবাসী মিলি সুলতানা।
তিনি লিখেছেন, ‘করোনার মুহূর্মুহু থাবায় মায়ার বাঁধন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন ফরিদপুরের বীণা মজুমদার। আল্লাহ তাকে বেহেশতের মেহমান বানিয়ে নিন, আমিন।’
বীণা মজুমদার ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী। গেল বেশ কয়েক বছর ধরে নিউ ইয়র্কে বাস করছিলেন তিনি।
বীণা মজুমদারের মৃত্যুতে সংগীতভূবনে শোকের ছায়া নেমে এসেছে । সংগীত শিল্পীদের গ্রুপ রেশ ও বাংলাদেশ ফোক আর্ট কাউন্সিল শোক প্রকাশ করেছে।
সোশ্যাল মিডিয়ায় সংগীতাঙ্গনের অনেকেই তার আত্মার মাগফেরাত কামনা করে পোস্ট দিচ্ছেন।◉