যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে এক ভারতীয়কে গুলি করে হত্যা করা হয়েছে। ওই ভারতীয় ছাত্রকে বৃহস্পতিবার ওহাইওর কলম্বাসে গুলি করা হয়। মার্কিন সংবাদমাধ্যম বলছে, ২৪ বছর বয়সী সাইশ ভিরা ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। আর মাত্র কয়েক দিনের মধ্যে তার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষ হওয়ার কথা ছিল।
যুক্তরাষ্ট্রের এনবিসি ফোর টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গ্যাস স্টেশনে কাজ করার সময় ডাকাতদল হানা দেয়। তখনই সাইশকে লক্ষ্য করে গুলি চালায় তারা। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাইশ মারা যান। পুলিশ কর্মকর্তারা বলেছেন, তারা দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন এবং সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছেন।
সাইশের রুমমেট ভেঙ্কট নেরুসু জানিয়েছেন, সাইশ ক্রিকেট ভালোবাসত। পড়ালেখা শেষ হলেই আইটি সেক্টরে কাজ করার স্বপ্ন দেখত। এবিসি সিক্স নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, সাইশ গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগেও বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলেছেন।
নিহতের আরেক রুমমেট এবং ক্রিকেট সতীর্থ পুনিথ রাগুপাধি এবিসি সিক্স নিউজকে বলেছেন, তিনি রাতে গ্যাস স্টেশনে চাকরি করার বিষয়ে সাইশকে সতর্ক করেছিলেন। সাইশ তখন এ কাজ ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সাইশ গ্যাস স্টেশনের মালিককে জানিয়েও দেয় যে আমি দুই সপ্তাহের মধ্যে কাজ ছেড়ে দিচ্ছি।
এদিকে নিহতের বন্ধুরা ‘গো ফান্ডমি’-তে তহবিল সংগ্রহের একটি অ্যাকাউন্ট খুলেছে। সংগৃহীত অর্থ দিয়ে মরদেহ ভারতে পাঠানো হবে। সাইশের বাবা নেই। অর্থ বেশি জমা পড়লে সেগুলো তার মাকে সহায়তা হিসেবে দেওয়া হবে বলে জানায় তারা। সাইশের বন্ধু পুনিথ বলেন, ‘আমি তার পরিবারকে প্রতিশ্রুতি দিতে পারি যে আমরা এবং তার বন্ধুরা যতটা সম্ভব করার চেষ্টা করব।’
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস