যুক্তরাষ্ট্রে স্পিকারের পদচ্যুতি
যুক্তরাষ্ট্র পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়েছেন। দেশটির ইতিহাসে কোনো স্পিকারের পদচ্যুতির ঘটনা এটাই প্রথম।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে প্রতিনিধি পরিষদ বা হাউসে ভোটাভুটি হয়। এতে ম্যাকার্থির বিপক্ষে ভোট দিয়েছেন ২১৬ জন। এর মধ্যে ২০৮ জন ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। বাকি আটজন ম্যাকার্থির নিজ দল রিপাবলিকান পার্টির। ম্যাকার্থির পক্ষে ভোট দিয়েছেন ২১০ জন।
আগের দিন সোমবার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব উত্থাপন করেন। তিনি ট্রাম্পের বড় সমর্থক। তার অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের খরচ কমাতে যতটা করা উচিত, তা করছেন না নিম্নকক্ষের স্পিকার।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আরও ৪৫ দিনের জন্য চালু রাখা এবং শাটডাউন এড়াতে একেবারে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে তহবিল বিল পাসের পর থেকে কেভিন ম্যাকার্থি বেশ আলোচনায় ছিলেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) কংগ্রেসে বিলটি অনুমোদন পায়, যা স্টপগ্যাপ বিল হিসেবে পরিচিত। রবিবার বাইডেন তাতে সই করেছেন।
গেটজের আরও অভিযোগ, ইউক্রেন যুদ্ধে অর্থায়ন অব্যাহত রাখতে হোয়াইট হাউসের সঙ্গে স্পিকার ম্যাকার্থি গোপন চুক্তি করেছেন।
গত জানুয়ারিতে ১৫ রাউন্ড ভোটাভুটির পর স্পিকার হয়েছিলেন ম্যাকার্থি। কিন্তু নিজ দলের অন্তর্দ্বন্দ্বে আবার এ পদ হারিয়েছেন তিনি।
ম্যাকার্থির পর অন্তর্বর্তীকালীন স্পিকার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রিপাবলিকান দলের আরেক আইনপ্রণেতা প্যাট্রিক ম্যাকহেনরিকে। এদিকে প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার কে হচ্ছেন, তা এখনও পরিষ্কার নয়। সম্ভাব্য প্রার্থী হিসেবে তালিকায় নাম রয়েছে রিপাবলিকান নেতা স্টিভ স্ক্যালিস ও টম ইমারের।
সূত্র: আলজাজিরা, বিবিসি, গার্ডিয়ান