যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুক্তরাষ্ট্র শাখার ৩০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
গত রবিবার ৩০ জুন রাতে আগামী ৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০ সদস্য বিশিষ্ট আংশিক অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। এতে সভাপতি মনোনীত করা হয়েছে ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে সৈয়দ কিবরিয়া জামান।৩ বছর মেয়াদী এ কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশ দিয়েছে।
রবিবার রাতে এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা কতটুকু করতে পারব সেটা জানি না তবে সাধ্যের সবটুকু দিয়েই চেষ্টা করব । দেশ ও সংগঠনের স্বার্থে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের উপর অর্পিত দায়িত্ব সৎ এবং নিষ্ঠার সাথে পালন করে যাব ইনশাআল্লাহ।
তিনি সকলের দোয়া ও সহযোগীতা চেয়েছেন।