রাশিয়ার প্রধানমন্ত্রীর পর এবার করোনায় আক্রান্ত নির্মাণমন্ত্রী
রাশিয়ার প্রধানমন্ত্রীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সে দেশের নির্মাণমন্ত্রী ভ্লাদিমির ইয়কুশেভ। শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, নির্মাণমন্ত্রীর সহকারীও আক্রান্ত এই ভাইরাসে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার শরীরে করোনা সংক্রমণের কথা জানিয়েছিলেন। খবর বিবিসির
করোনা সংক্রমণের ভয়ে মস্কো ছেড়ে পালিয়েছেন দেশের সবচেয়ে বেশি ক্ষমতাশীল মানুষ পুতিনও। শহরের বাইরের এক জায়গা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নানা আদেশ-নির্দেশ দিয়ে যাচ্ছেন।।
গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় ৯ হাজার ৬২৩ জনের মধ্যে সংক্রমণ ঘটেছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি রাজধানী মস্কোতে। দেশটিতে সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে। এ পর্যন্ত মারা গেছে ১২শ ২২ জন।◉