রোমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
রোমের বাংলাদেশ দূতাবাসের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের আয়োজন সম্পন্ন হয়েছে।
দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে রোমে বাংলাদেশ দূতাবাস দুই দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করে।
এ উপলক্ষে শনিবার সাতটায় ইটালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো. শামীম আহসান দূতাবাসে অবস্থিত শহীদ মিনারে পুস্প্যমাল্য অর্পণ করেন। এ সময়ে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণের পরে দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাণী পাঠ শেষে ভাষা শহিদদের রুহের মাগফেরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বাংলাদেশি ছাড়াও ইটালিয়ান অতিথিরা অংশগ্রহণ করবেন। এছাড়া বহুভাষাভিত্তিক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশের শিল্পীরা অংশগ্রহণ করবে।
ইটালি সরকারের কোভিড সংক্রান্ত বিধিনিষেধের কারণে এ বছর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-এর কর্মসূচি ডিজিটাল মাধ্যম জুম’এ আয়োজিত হচ্ছে।❐