লক্ষ্যচ্যুত গুলিতে রুশপন্থি সাংবাদিক নিহত
রুশ অধিকৃত ক্রিমিয়ার সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে ক্রেমলিন সমর্থিত শীর্ষস্থানীয় মিডিয়া গ্রুপে কর্মরত এক নারী সাংবাদিক প্রাণ হারিয়েছেন। নিহত ওই সাংবাদিকের নাম সভেৎলানা বাবায়েভা। রাশিয়ার গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। খবর আলজাজিরার।
খবরে বলা হয়, গতকাল শুক্রবার ক্রিমিয়া উপদ্বীপের দ্বিতীয় বৃহত্তম শহর সিমফেরোপলের একটি সামরিক ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান সভেৎলানা। তিনি ক্রিমিয়ায় রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রসিয়া সেগোদনিয়া মিডিয়া গ্রুপের ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানায়, শুক্রবার সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে শুটিং অনুশীলনের সময় একটি গুলি লক্ষ্যচ্যুত হয়ে বাবায়েভার শরীরে লাগে। এতে তিনি নিহত হন। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।