লেবাননে থাকা হাজারও বাংলাদেশি দেশে ফিরতে চান
গত ২ফেব্রুয়ারী পূর্বঘোষিত কর্মসূচীর আওতায় দেশে যেতে বাংলাদেশী প্রবাসীদের নাম নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এতে প্রায় এতে প্রায় আড়াই হাজার প্রবাসী নাম নিবন্ধন করেন। নাম নিবন্ধন না করতে পেরে হতাশ হাজারও প্রবাসী।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় দেশে যেতে ইচ্ছুক দ্বিতীয় ধাপে প্রবাসীদের নাম নিবন্ধন শুরু করে লেবাননের বাংলাদেশ দূতাবাস। নাম নিবন্ধন করতে অনলাইনের মাধ্যমে সরিয়াল নাম্বার সংগ্রহ করেন আড়াই প্রবাসী। এরপর অনলাইনের লিংকটির লিমিট শেষ হয়ে গেলে আর কেউ সিরিয়াল পান নি। তবে এখনও দেশে ফিরে যেতে উদগ্রীব হাজার হাজার প্রবাসী।
লেবাননের বর্তমান পরিস্থিতিতে অতি কষ্টে দিন যাপন করছে হাজার হাজার প্রবাসী। চাকরী না থাকায় দেশ থেকে টাকা এনে চলতে হচ্ছে তাদের। তবে নিবন্ধন করতে পেরে খুশি অনেকে।
তবে ক্ষুব্ধ ও হতাশ নাম নিবন্ধন না করতে পারা হাজারও প্রবাসী। তাদের হতাশ না হয়ে ধৈর্য্য ধরতে বলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। তিনি বলেন, যাদের নাম নিবন্ধন হয়েছে তাদের অধিকাংশ দেশে পাঠানো হলে আগামী জুন মাসে ফের নাম নিবন্ধন করা হবে। কর্মসূচী বন্ধ হবে না বলে তিনি জানান।