শেষ হলো নিউ ইয়র্কে কনস্যুলেট ও বাংলাদেশ সোসাইটির টিকাদান ক্যাম্প
নিউ ইয়র্ক সিটি হেল্থ + হসপিটালস্, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক এবং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় ৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত চারদিন ব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
কর্মসূচিতে ‘জনসন এন্ড জনসন’—এর সিঙ্গেল ডোজ টিকা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রদান করা হয়। মোট ৫২৮ জন বাংলাদেশি ও বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি সদস্যকে টিকা দেয়া হয়।
কমিউনিটির সকলে স্বেচ্ছা টিকাদান কর্মসূচির ব্যাপক প্রশংসা করেছেন এবং উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন।
সহযোগী নিউ ইয়র্ক সিটি হেল্থ + হসপিটালস্ ও কমিউনিটির সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।
তিনি বিশেষ এই সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশ সোসাইটিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
স্বল্পসময়ে টিকাদান কর্মসূচির তথ্যটি কমিউনিটিকে অবহিত করায় নিউ ইয়র্কের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানিয়েছেন কনসাল জেনারেল।
কনস্যুলেট জেনারেল ভবিষ্যতেও কমিউনিটির চাহিদা অনুযায়ী এ ধরণের সেবা-কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন।❐