সলোমন দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে দ্বীপজুড়ে।
আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রাজধানী হোনিয়ারা থেকে প্রায় ৫৫ কিলোমিটার (৩৪ মাইল) পশ্চিমে ম্যালাঙ্গো অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। যার গভীরতা ছিল ১৫ কিলোমিটার (৯ মাইল)।
প্রথম ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুনামির সতর্কতা জারির পাশাপাশি জনগণকে উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়। প্রথম ভূমিকম্পের আধা ঘণ্টার মধ্যে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের ফলে রাজধানী হোনিয়ারার কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাষ্ট্রীয় সংবাদ সম্প্রচারকারী রেডিও ট্রান্সমিশনও ব্যাহত হয়। তবে সরকার জানিয়েছে, এতে রাজধানীর কোনো ভবনের বড় কোনো ক্ষতি হয়নি।