সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
আজ শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে প্রায় ৫০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। পরে শামসুজ্জামানকে দ্রুততম সময়ের মধ্যে মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে পৌনে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। এ সময় এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় শিক্ষার্থীদের ‘শামসের নিঃশর্ত মুক্তি চাই’, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অনিন্দ্য গাঙ্গুলি বলেন, একজন নাগরিক সাংবাদিকের কাছে মাছ ও মাংসের দাবি জানিয়েছিলেন। সাংবাদিক যখন সেই বিষয়ে সংবাদ প্রকাশ করলেন, তখন তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হলো। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
তিনি আরও বলেন, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে আটক বা গ্রেপ্তারকৃত সবার মুক্তি, তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং এই আইন বাতিলের দাবি জানাচ্ছি।
সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে তুলে নেওয়ার ৩০ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শামসুজ্জামানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তাকে কারাগারে আটক রাখার জন্য আদালতে আবেদন করে রমনা থানার পুলিশ। অন্যদিকে শামসুজ্জামানের পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। সে আবেদনের শুনানি শুরু হয় বেলা ২টার দিকে। তখন হাজতখানা থেকে শামসুজ্জামানকে আদালতে আসামির কাঠগড়ায় তোলা হয়।
শুনানি শেষে জামিন আবেদন প্রত্যাখ্যান করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। এরপর বেলা সাড়ে ৩টার দিকে প্রিজনভ্যানে করে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। পরে আজ সকালে তাকে সেখান থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।