সামরিক অভ্যুত্থানের নাটক সাজিয়েছিলেন বলিভিয়ার প্রেসিডেন্ট!
কয়েকদিন আগেই দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিল দেশটির সামরিক বাহিনী। সে সময় দেশটির প্রেসিডেন্ট প্রাসাদেও হামলা চালায় তারা। তবে শেষ পর্যন্ত সামরিক অভ্যুত্থানের চেষ্টা সফল হয়নি।
মাত্র ৩ ঘণ্টা স্থায়ী হওয়া ওই সেনা অভ্যুত্থানকে দমন করে দেশটির সেনাপ্রধান হুয়ান হোসে জুনিগাকে আটক করে বলিভিয়ার সরকার।
তবে এবার দেশটিতে সামরিক অভ্যুত্থান নিয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। নিজের জনপ্রিয়তা ও সমর্থন বাড়াতেই সেই অভ্যত্থানের নাটক সাজিয়েছিলেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স। এমন অভিযোগ করেছেন আটক হওয়া সেনাপ্রধান জুনিগা ও সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) ও ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান।
এপির প্রতিবেদনে বলা হয়, বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস রোববার অভিযোগ করেছেন যে কয়েকদিন আগে ঘটে যাওয়া সামরিক অভ্যুত্থানের নাটক সাজিয়েছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুইস আর্সি নিজেই।
রাজনৈতিক সমর্থন ও জনপ্রিয়তা বাড়াতেই এ নাটক সাজিয়েছেন আর্সি এমনটাই বলছেন মোরালেস। এ নাটকের মাধ্যমে বলিভিয়ার জনগণের সাথে প্রতারণা করার অভিযোগ করেছেন সাবেক প্রেসিডেন্ট।
রবিবার এক স্থানীয় সম্প্রচার অনুষ্ঠানে মোরালেস বলেছেন, ‘আর্স সত্যকে অসম্মান করেছেন, আমাদের প্রতারিত করেছেন। শুধু বলিভিয়ার জনগণের কাছেই নয়, পুরো বিশ্বের কাছেই মিথ্যা বলেছেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর একটি পোস্টে সামরিক এই পদক্ষেপের একটি স্বাধীন তদন্তেরও আহ্বান জানিয়েছেন মোরালেস।
অন্যদিকে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সরকারের হাতে আটক হওয়ার পর বলিভিয়ার সেনাপ্রধান জুনিগা দাবি করেছেন যে, তিনি প্রেসিডেন্ট আর্সির নির্দেশেই এমন পদক্ষেপ নিয়েছেন। নিজের জনপ্রিয়তা বাড়াতেই এমনটি করেছেন আর্সি।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট লুইস আর্সি। লুইস আর্সির ভাষ্যমতে, সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করতে সাবেক সেনাপ্রধান হুয়ান হোসে জুনিগাকে কোনো নির্দেশ দেননি তিনি।
এর পর পরই জুনিগার দাবির পরিপ্রেক্ষিতে সংসদীয় তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী আইনপ্রণেতারা।