Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 23, 2024
হেডলাইন
Homeপ্রবাসসাস্ট অ্যালামনাই এসোসিয়েশন অব ইউএসএর নতুন কমিটির আত্মপ্রকাশ

সাস্ট অ্যালামনাই এসোসিয়েশন অব ইউএসএর নতুন কমিটির আত্মপ্রকাশ

সাস্ট অ্যালামনাই এসোসিয়েশন অব ইউএসএর নতুন কমিটির আত্মপ্রকাশ

যুক্তরাষ্ট্রে বসবাসরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্ট অ্যালামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনকের নতুন কমিটি আত্মপ্রকাশ করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ নভেম্বর (রোববার) নিউ ইর্য়কের এস্টোরিয়ায় জালালাবাদ ভবনে সাধারণ সভা অনুষ্ঠিত আয়োজিত হয়। অনুষ্ঠানে নিউ ইর্য়ক ও নিউজার্সি স্টেটের বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশী বংশোদ্ভুত প্রায় অর্ধশতাধিক প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বেলায়েত চৌধুরীকে সভাপতি ও সায়েদ জাবেদুল মুনিরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. ফরিদ আলম ও সঞ্চালকের দায়িত্বে ছিলেন সহ-সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ মাসুম ।

নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে অন্য সদসদ্যরা হলেন সহ-সভাপতি হিসেবে আহমেদুর রহমান রণি, হুমাইরা সুলতানা, আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ মাসুম, অর্থ সম্পাদক আজহার আহমেদ, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মঈনুল হোসেন বাবু, সহ- সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সুফিয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিকান্দর হক, সাংস্কৃতিক সম্পাদক শাকির হোসেন, মহিলা সম্পাদক ফারহানা ইসলাম, অফিস সম্পাদক তাসফিক রহমান এবং কার্যকরী সদস্য হিসেবে ড.আলাউদ্দিন ভূইয়াঁ, অসীম কুমার সরকার, মিসকাত জাহান নিশু, নাজনীন আক্তার মৌসুমী, আ.ক.ম ইলিয়াছ, ওমর শোয়েব ও আহমেদ ফাহাদ কমিটিতে স্থান পেয়েছেন।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment