সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলা
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ড্রোন হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের একটি সেনা ঘাঁটি। গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) এ হামলা চালানো হয়। এর ঘটনার পেছনে কারা রয়েছে প্রাথমিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। খবর আনাদোলু এজেন্সি।
সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, সিরিয়ার দক্ষিণ আল-হাসাকাহ প্রদেশের আল-শাদ্দাদ শহরের মার্কিন সামরিক ঘাঁটিতে ভারী বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে এ হামলা চলানো হয়। এ হামলায় কেউ হতাহত হয়েছে কিনা স্পষ্ট নয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্র দাবি করেছে, আল-শাদ্দাদ ও ইরাকের সীমান্তবর্তী মালিকিয়েসহ আরো বেশ কয়েকটি এলাকায় তাদের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলায় ব্যবহৃত ড্রোনের বিস্তারিত জানাতে পারেনি যুক্তরাষ্ট্র।
সিরিয়ায় ইরান সমর্থিত কোনো গোষ্ঠী এ হামলা পেছনে থাকতে পারে বলে যুক্তরাষ্ট্রের ধারণা।