Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
February 2, 2025
হেডলাইন
Homeপ্রবাস‘সু-নাগরিকদের জন্য কোন বিপদের আশঙ্কা নেই’: আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বক্তারা

‘সু-নাগরিকদের জন্য কোন বিপদের আশঙ্কা নেই’: আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বক্তারা

‘সু-নাগরিকদের জন্য কোন বিপদের আশঙ্কা নেই’: আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বক্তারা

নিউইয়র্ক সংবাদদাতা: যুক্তরাষ্ট্রে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পুরনো সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির বর্ণিল অভিষেক অনুষ্ঠান হয়েছে ৩১ জানুয়ারি। এতে প্রেসক্লাব পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইনজীবী, কবি, লেখক, সংস্কৃতি এবং সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক বালাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০২৫-২৬ মেয়াদে নব-নির্বাচিত কমিটির অভিষেক ছাড়াও আলোচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় কন্ঠ শিল্পী চন্দন চৌধুরী, লিনা সাবরিনা, নাজু আখন্দ, কৃষ্ণা তিথি, অভীক রাজ সঙ্গীত পরিবেশন করেন। ফারাহ হাসিন ও দর্পণ কবীরের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা এবং আজকাল পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ।


বক্তারা যুক্তরাষ্ট্রের চলমান পরিস্থিতিতে প্রবাসীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, মিডিয়ায় যেন যথাযথ তথ্যের খবর প্রকাশিত হয়। অভিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এমস সংবাদ প্রকাশে যেন মিডিয়াগুলো দায়িত্বশীল ভূমিকা রাখে। তারা আরো বলেন, যুক্তরাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত। আইন লংঘন করে কোন পদক্ষেপ গ্রহণ করতে পারবে না যে কোন সংস্থা। তবে অভিবাসীরা আইন লংঘন বা কোন অপরাধ যেন না করেন, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সু-নাগরিকদের জন্য কোন বিপদের আশঙ্কা নেই।


শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শওকত ওসমান রচি। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, এটর্নী মঈন চৌধুরী, উৎসব গ্রুপের সিইও রায়হান জামান, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মাদ সাঈদ, সাবেক সভাপতি ও দেশকন্ঠের সম্পাদক দর্পণ কবীর, বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল হক মঞ্জু, যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, বাংলা চ্যানেল-এর সিইও এবং রূপসী বাংলা সম্পাদক শাহ জে চৌধুরী প্রমুখ।


অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সদস্য প্রয়াত এ. হাই স্বপনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে ফটোসেশনে অংশ নেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যরা।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment