সেই শ্রীলংকাই খুলছে পাকিস্তানের টেস্ট দুয়ার
২০০৯; লাহোরের বিভীষিকাময় দিনটি এত তাড়াতাড়ি ভোলার কথা না ক্রিকেটবিশ্বের। লংকান ক্রিকেটারদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলায় বড় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পাকিস্তান ক্রিকেটে লাগে বিশাল ধাক্কা। লম্বা একটা সময় কোনো দল যায়নি পাকিস্তান সফরে।
দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানের মাটিতে ফিরল আবার টেস্ট ক্রিকেট। ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলংকা দলের টিম বাসে জঙ্গি হামলার পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। কিছু দিন আগে সেই মাটিতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে লঙ্কানরা। এবার তাদের হাত ধরেই দেশটিতে ফিরল টেস্ট ম্যাচ।
অনেক দৌড়ঝাঁপ করে সর্বশেষ ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটের ছোঁয়া পায় তারা। সেবার জিম্বাবুয়ে প্রথম তাদের দেশে অতিথি হয়ে গিয়েছিল। এরপর এক এক করে গত কয়েক বছরে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এমনকি সেই শ্রীলংকা বেশ স্বচ্ছন্দেই সিরিজ খেলে ফিরে আসে। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের প্রত্যাবর্তন হলেও অধরা থেকে যায় মর্যাদার টেস্ট। শেষমেশ সেই সাদা পোশাকের দুয়ারও খুলতে যাচ্ছে। তাও আবার লংকানদের দিয়ে। আজ বুধবার রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের প্রথমটিতে মুখোমুখি হবে দুই দল।
১০ বছরের পথপরিক্রমা। টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্র্যাকেটবন্দি দুই দলকে একই সঙ্গে ভাবতে হবে পয়েন্ট নিয়েও। মোট ১২০ পয়েন্টের সিরিজ। হেলাফেলা করারও কোনো সুযোগ নেই। তাই তো নিরাপত্তার চাদরে থেকে অস্বস্তি প্রকাশ করা শ্রীলংকা চাইলেও খর্বশক্তির স্কোয়াড নিয়ে মাঠে নামতে পারছে না।
আজ রাওয়ালপিন্ডিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বিনা উইকেটে ৮৯ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যান লঙ্কানরা।
এদিন ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত খেলতে থাকে দুই লঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে ও ওশাডা ফার্নান্দো। করুণারত্নে ৫৭ ও ফার্নান্দো ২৬ রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন বিরতিতে যান। বিরতি শেষে দ্বিতীয় সেশনে ব্যাট করছেন তারা।
এদিকে ঘরের মাঠে টেস্ট সিরিজে জিততে চাইবে পাকিস্তান। কারণ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। অন্যদিকে লঙ্কানরা চাইবে জয়ের ধারা বজায় রাখতে।
শ্রীলঙ্কা একাদশ
দিমুথ করুণারত্নে, ওশাডা ফার্নান্দো, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, এঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকভেলা,দিলরুয়ান পেরেরা, ভিশুয়া ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।
পাকিস্তান একাদশ
শান মাসুদ, আবিদ আলি, আজহার আলি, বাবর আজম, হ্যারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান, উসমান শেনওয়ারি, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহিন আফ্রিদি।