Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 10, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিকসৌরজগতের বাইরে প্রথম পানিতে আবৃত গ্রহের সন্ধান

সৌরজগতের বাইরে প্রথম পানিতে আবৃত গ্রহের সন্ধান

সৌরজগতের বাইরে প্রথম পানিতে আবৃত গ্রহের সন্ধান

সৌরজগতের বাইরে প্রথম পানিতে আবৃত গ্রহের সন্ধান মিলেছে। কানাডার মন্ট্রিয়েল ইউনিভার্সিটির গবেষকরা এ গ্রহ খুঁজে বের করেন। টিওআই-১৪৫২ নামে এই গ্রহ দুটো নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করছে। পৃথিবী থেকে গ্রহটি ১০০ আলোকবর্ষ দূরে অবস্থিত।

বিজ্ঞানীরা বলছেন, নতুন সন্ধান পাওয়া এই গ্রহের জলবায়ু, প্রকৃতি ও পরিবেশ পৃথিবীর মতোই। তবে সেখানকার পানির পরিমাণ পৃথিবীর চেয়েও বেশি। খবর বিবিসির।

মন্ট্রিয়েল ইউনিভার্সিটির অ্যাস্ট্রোফিজিক্স বিভাগের পিএইচডি শিক্ষার্থী চার্লস ক্যাডিয়েক্স বলেন, টিওআই-১৪৫২ বেষ্টিত গ্রহ মহাসাগরবেষ্টিত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তা হওয়ার সম্ভাবনাই বেশি।

তিনি আরও বলেন, ব্যাসার্ধ ও ভর অনুযায়ী এই গ্রহের ঘনত্ব অনেক কম। সাধারণত পৃথিবীর মতোই এতে ধাতু ও শিলা পাওয়া যেতে পারে।

গবেষকদের এই দল আশা করছে, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এ বিষয়ে আরও অনেক তথ্য তুলে ধরতে সমর্থ হবে এবং বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করবে।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment