হাওয়াইয়ে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৮৯
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন হাওয়াইয়ের গভর্নর জস গ্রিন। মরদেহ শনাক্তকারী বিশেষ কুকুর নিয়ে এখনো উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
বলা হচ্ছে, হাওয়াইয়ে এর আগে কোনো প্রাকৃতিক দুর্যোগে এত প্রাণহানি হয়নি। ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরটি পুননির্মান করতে সাড়ে ৫ বিলিয়ন ডলারের বেশি খরচ হবে বলে ধারণা করছে দেশটির ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি।
শনিবার এ প্রেস কনফারেন্সে জস গ্রিন বলেন, মরদেহ শনাক্তকারী বিশেষ কুকুর দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এখনো নিখোঁজ রয়েছেন শতশত বাসিন্দা। নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে জানান তিনি।
তিনি বলেন, হাওহাইয়ের ইতিহাসে এটি সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দূর্যোগ। যারা বেঁচে আছে আমরা শুধু তাদেরই সহায়তা করতে পারি।
ভয়াবহ এই দাবানল এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো পুরোপুরি নেভানো যায়নি আগুন।