হাওয়াইয়ে বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরির উদগীরণ
যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাউনা লোয়ায় বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরির উদগীরণের ঘটনা ঘটেছে। ৪০ বছরের মধ্যে ওই এলাকায় এটিই প্রথম সক্রিয় আগ্নেয়গিরির উদগীরণের ঘটনা বলেও জানা গিয়েছে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে প্রায় ২ হাজার মাইল দূরে প্রশান্ত মহাসাগরে অবস্থিত হাওয়াই রাজ্যটি। খবর ব্যাংকক পোস্ট।
দেশটির ভলকানোলজিস্টরা জানায়, রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে আগ্নেয়গিরিটির শীর্ষে উজ্জ্বল, উত্তপ্ত লাভা উদগীরিত হতে থাকলে হাওয়াইয়ের রাতের আকাশ লাল আভায় ছেয়ে গিয়েছে। তখন আগ্নেয়গিরির শীর্ষ এলাকা ক্যালডেরার মধ্যে এটি অবস্থান করছিল। কিন্তু পরের দিন সোমবার দেখা গিয়েছে লাভা এখন তার পাশের ফাটল (জায়গা) থেকে বেরিয়ে আসছে।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) সতর্কবার্তা দিয়ে জানায়, আগ্নেয়গিরি থেকে গলিত লাভা নদীর পানির ধারার মতো প্রবাহিত হচ্ছে। আগ্নেয়গিরির ধোঁয়ায় ওই এলাকা অন্ধকারে ছেয়ে গিয়েছে। লাভা প্রবাহের বেশিরভাগই এখনো চূড়ার মধ্যে রয়েছে এবং পর্বতের নিচের দিকে বসবাসকারী হাওয়াইবাসীরা আপাতত বিপদের মুখে নেই। তবে তাদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে কারণ যে কোনো সময় পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটতে পারে। সংস্থাটি জানায়, হাওয়াইয়ের প্রধান দ্বীপের পশ্চিম উপকূলের কোনা শহরটি উদ্গীরণের ঘটনাস্থল থেকে ৭২ কিলোমিটার দূরে অবস্থিত। ওই শহরের ওপর দিয়েও উদগীরণের ধোঁয়া প্রবাহিত হচ্ছে বলেও জানায় ইউএসজিএস।
ভলকানোলজিস্ট রবিন জর্জ অ্যান্ড্রুজ জানান, উদগীরণটি প্রাথমিক পর্যায়ে নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এখন এটি বিস্তৃত এলাকা নিয়ে ছড়িয়ে পড়ছে। হাওয়াই দ্বীপপুঞ্জের ছয়টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি হলো মাউনা লোয়া। এটি ১৮৪৩ সাল থেকে এখন পর্যন্ত ৩৩ বার বিস্ফোরিত হয়েছে বলেও জানায় দেশটির ভলকানোলজিস্টরা।