হামাসের আর্থিক তথ্য পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের অর্থনৈতিক তথ্য পেতে কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কারা হামাসকে অর্থের যোগান দিচ্ছে বা হামাসের লড়াই চালিয়ে যাওয়ার রসদের উৎস সম্পর্কে তথ্য সরবরাহে এ পুরস্কার দেওয়া হবে। খবর আল জাজিরা ও মিডলইস্টমনিটর।
এক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষভাবে হামাসের পাঁচজন নেতৃস্থানীয় ব্যক্তিসহ অর্থযোগানদাতা যে কোনো ব্যক্তি বা সংস্থার ব্যাপারে তথ্য দিলে তথ্যদাতাকে এক কোটি ডলার পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে। বিশেষ ওই পাঁচ ব্যক্তি হলেন, আবদেল বাসিত হামজা এলহাসান খায়ের, আমের কামাল শরিফ আলশাওয়া, আহমেদ সাদু জাহলেব, ওয়ালিদ মোহাম্মদ মুস্তফা জাদাল্লাহ এবং মুহাম্মদ আহমেদ আবদুল-দাইম নাসরাল্লাহ। এই পাঁচজন আগে থেকেই যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত ছিলেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আবদেল বাসিত হামজা এলহাসান খায়ের বর্তমানে সুদানে অবস্থান করছেন। তিনি নানা সময় হামাসের বিনিয়োগকৃত কোম্পানি পরিচালনা করেছেন। বিভিন্ন সময়ে তিনি একাই হামাসকে প্রায় ২০ মিলিয়ন ডলার যোগান দিয়েছেন। তিনি সুদানের প্রেসিডেন্ট ওমর বশির এবং সুদানের স্থিতিশীলতা নষ্ট করছে এমন ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে জড়িত।
এছাড়া আমের কামাল শরিফ আলশাওয়া, আহমেদ সাদু জাহলেব ও ওয়ালিদ মোহাম্মদ মুস্তফা জাদাল্লাহ বর্তমানে হামাসের তুরস্কভিত্তিক বিনিয়োগের মূল দায়িত্বে রয়েছেন। অন্যদিকে দাইম নাসরুল্লাহ ইরানের সামরিক বাহিনীসহ বিভিন্ন গোষ্ঠীর সাথে যোগাযোগ রাখেন এবং প্রতিবছর সেখান থেকে হামাসের জন্য কোটি কোটি টাকার জোগানের ব্যবস্থা করেন। হামাসের জন্য অর্থের সংস্থান করতে গত বছর তিনি কাতার সফর করেন।
গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর থেকে হামাসের ওপর যুক্তরাষ্ট্রের ৪ দফা নিষেধাজ্ঞার অংশ হিসেবে এই পুরস্কার ঘোষণা করা হয়। হামাসের অর্থের যে কোনো উৎস, যোগানদাতা, আর্থিক প্রতিষ্ঠানের তথ্য দিতে পারলে তথ্যদাতাকে এ পুরস্কার দেওয়া হবে। এছাড়া হামাসকে উপকৃত করে এমন কোনো অপরাধমূলক পরিকল্পনার তথ্য দেওয়ার ক্ষেত্রেও এ পুরস্কার দেওয়া হবে।