Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
February 15, 2025
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রহাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন বিল ক্লিনটন

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন বিল ক্লিনটন

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন বিল ক্লিনটন

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

স্থানীয় সময় রোববার পায়ে হেঁটে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসেন তিনি। খবর সিএনবিসির।

মূত্রনালির সংক্রমণ নিয়ে গত সপ্তাহে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল থেকে বের হওয়ার সময় বিল ক্লিনটনের সঙ্গে তার স্ত্রী ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ছিলেন।

হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়িতে চিকিৎসা নেবেন ক্লিনটন। এ জন্য হাসপাতাল থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন তিনি। সেখানকার বাড়িতে থেকেই তার চিকিৎসা কার্যক্রম চলবে।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় বিল ক্লিনটন অনেকটা ফুরফুরে মেজাজে ছিলেন। সাংবাদিকরা তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ৭৫ বছর বয়সি সাবেক এ প্রেসিডেন্ট ‘থাম্বস আপ’ সাইন দেখান।

চিকিৎসকরা জানান, জ্বর ও শরীরের শ্বেত রক্ত কণিকা স্বাভাবিক পর্যায়ে আসার পর সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তিনি তার চলমান অ্যান্টিবায়োটিক কোর্স নিউইয়র্কের বাড়িতে অবস্থান করেই সম্পন্ন করবেন।

যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট হিসেবে ১৯৯৩ সালে দায়িত্ব নেন বিল ক্লিনটন। এর পর দ্বিতীয় মেয়াদে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment