হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের পরিকল্পনা
হোয়াইট হাউসে হিন্দু ধর্মের অন্যতম উৎসব দীপাবলি উদযাপনের পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার প্রেসিডেন্টের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তবে উদযাপনের সূচি ও প্রস্তুতির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারেন জিন-পিয়েরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, গত বছরের মতো এবারও দীপাবলি উদযাপন করার পরিকল্পনা রয়েছে প্রেসিডেন্টের। তিনি বলেন, ভারতীয়দের সঙ্গে একটি উদযাপন ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত।
অন্যদিকে মেরিল্যান্ডের গভর্নর লরেন্স হোগান অক্টোবরকে হিন্দু হেরিটেজ মাস হিসেবে ঘোষণা করেছে।
উল্লেখ্য, বুশ প্রশাসনের সময় থেকেই প্রতিবছর হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন করা হচ্ছে।