২০২২ সালে বিশ্বে বেকারের সংখ্যা দাঁড়াবে ২০ কোটি ৭০ লাখ: আইএলও
২০২২ সালে বিশ্বে বেকার মানুষের সংখ্যা ২০ কোটি ৭০ লাখে দাঁড়াবে বলে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি প্রতিবেদনে উঠে এসেছে। করোনা মহামারির প্রাদুর্ভাবের আগে ২০১৯ সালের বেকারের সংখ্যার সঙ্গে আরও ২ কোটি ১০ লাখ বেকার যোগ হবে বলে এতে বলা হয়।
অর্থনীতি পুনরুদ্ধারে ধীরগতি ও করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের বিস্তারের কারণে বিশ্বে বেকারের সংখ্যা বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক (ডব্লিউইএসও) ট্রেন্ডস ২০২২ শীর্ষক এ প্রতিবেদনটি আজ সোমবার প্রকাশ করেছে আইএলও।
সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিবিধির ওপর ভিত্তি করে আইএলওর অনুমান, ২০২২ সালে বিশ্বের মোট কর্মঘণ্টা করোনা মহামারির আগের তুলনায় প্রায় ২ শতাংশ নিচে থাকবে।
২০২১ সালের জুনে আইএলও’র একটি প্রতিবেদনে এ বিষয়ে যা অনুমান করা হয়েছিল এ প্রতিবেদনে সে তুলনায় অবস্থার আরও অবনতি হয়েছে বলে উঠে এসেছে। ২০১৯ সালের ৪র্থ ত্রৈমাসিক প্রতিবেদনে ২০২২ সালে কর্মঘণ্টার ঘাটতি ১ শতাংশেরও কম হবে বলে অনুমান করা হয়েছিল।
নতুন প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে করোনা মহামারি দ্বিতীয় বছরের জন্য বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তার করে। এতে শ্রম বাজারের পুনরুদ্ধার বাধাগ্রস্ত হয়েছে।
এতে আরও বলা হয়, অর্থনৈতিক কর্মকাণ্ড যে গতিতে পুনরুদ্ধার হয়েছে তা মূলত নির্ভর করেছে ভাইরাসটি কতটা বিস্তার করেছে তার ওপর। পুনরুদ্ধারের বিষয়টি ভৌগলিকভাবে এবং অর্থনৈতিক খাত অনুযায়ী আলাদা আলাদাভাবে হয়েছে।
আইএলও মহাপরিচালক গাই রাইডার বলেন, ‘এই সংকট থেকে পুনরুদ্ধারের পথ ধীর এবং অনিশ্চিত। বিস্তৃত শ্রমবাজারের পুনরুদ্ধার ছাড়া এই মহামারি থেকে প্রকৃতপক্ষে পুনরুদ্ধার সম্ভব হবে না।’