অক্সফোর্ড ও স্পুটনিক টিকার সম্মিলিত ট্রায়াল
যুক্তরাজ্য ও রাশিয়ার বিজ্ঞানীরা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুটনিক-ভি টিকার সম্মিলিত পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে।
বিবিসি জানিয়েছে, এভাবে মানবদেহে কোভিড-১৯ এর বিরুদ্ধে অধিকতর অ্যান্টিবডি তৈরি হয় কি না, সেটি দেখতে চান দুই দেশের গবেষকেরা।
রাশিয়ায় ওই পরীক্ষা চালানো হবে এবং ১৮ বছরের বেশী বয়সের ব্যক্তিরা ‘ট্রায়ালে’ অংশ নেবেন। তবে ঠিক কত মানুষের ওপর এই পরীক্ষা চালানো হবে তা এখনও নিশ্চিত হওয়া যায় নি। দুটি একই ধরণের টিকার সংমিশ্রণে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতায় অধিকতর উন্নতি হতে পারে।
সম্প্রতি অক্সফোর্ড তাদের টিকার অন্তর্বর্তীকালীন পরীক্ষার ফল প্রকাশ করেছে এবং তাতে দেখা গেছে, তাদের টিকা মানুষের জন্য নিরাপদ এবং করোনাভাইরাসের বিরুদ্ধে মানবদেহে অ্যান্টিবডি তৈরি করতে গড়ে ৭০ শতাংশ কার্যকর।
তবে গবেষকেরা এখনও বয়স্কদের ওপর অক্সফোর্ডের টিকার কার্যকারিতার তথ্য সংগ্রহ করছে। সেইসঙ্গে তারা যুক্তরাজ্যের টিকার অনুমোদনের অপেক্ষায় আছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং তাদের অংশীদার অ্যাস্ট্রাজেনেকা মিলে এই টিকা আবিষ্কার করেছে।
উভয় কোম্পানির টিকা আবিষ্কার পদ্ধতি এক। তারা সার্স-সিওভি-২ স্পাইক প্রোটিন থেকে ‘জেনেটিক ম্যাটেরিয়াল’ ধারণ করেছে।
রাশিয়া আগে ভ্যাকসিনের অনুমোদন দিলেও সেটি মানে নি বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশ্বের অধিকাংশ দেশ। কারণ ওই সময় টিকাটির তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফল জানা ছিল না।❐