Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
July 7, 2024
Homeভারতঅনিয়মের অভিযোগ নাকচ, মমতাকে ইসির হুঁশিয়ারি

অনিয়মের অভিযোগ নাকচ, মমতাকে ইসির হুঁশিয়ারি

অনিয়মের অভিযোগ নাকচ, মমতাকে ইসির হুঁশিয়ারি

নন্দীগ্রামে ভোটকেন্দ্রে অমিয়মের অভিযোগ করে উল্টো নির্বাচন কমিশনের সতর্কবার্তা পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রোববার (৪ এপ্রিল) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে মমতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

এক বিবৃতিতে ভারতের নির্বাচন কমিশন জানায়, ভোটকেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণবিধি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল। এছাড়াও তার দায়ের করা অভিযোগ ভিত্তিহীন ও অসঙ্গতিপূর্ণ বলেও মন্তব্য করেছে কমিশন।

১ এপ্রিল বিধানসভা নির্বাচন চলাকালীন বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে তৃণমূল সমর্থকদের ভোট দিতে বাধা দেয়া ও জাল ভোট দেওয়ার অভিযোগ করেছিলেন মমতা। আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেন। তবে নির্বাচন কমিশন বলছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ।

২০১৯ সালের বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের পুলিশ প্রধানকে বদলির নির্দেশ দেয়ার পরই ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে বিরোধে জড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় ভারতীয় জনতা পার্টি, বিজেপি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নির্বাচন কমিশন একজোট হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।❐

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment