অনুষ্ঠিত আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির সভা
গেল ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হলো আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির সভা। আটলান্টিক সিটির একটি ভেনুতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারওমেন মিসেস গোয়েনডোলিন ক্যালাওয়ে লুইস।
সভায় আটলান্টিক সিটি মেয়র মার্টি এজমল, আটলান্টিক কাউন্টি শেরিফ এরিক শেফলার, কংগ্রেসওম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী ব্রিজিড হ্যারিসন, এইমি কেনেডি, সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট, সিটি কাউন্সিল সহসভাপতি এম ও ডেলগাডো, কাউন্সিলওম্যান লা টয়া ডান্সটন, সিটি কাউন্সিলর আনজুম জিয়া, সিটি কাউন্সিলর মো. হোসাইন মোর্শেদ, ডেমোক্র্যাট নেতা টরেস মেফিল্ড, ক্যালাওয়ে, ডারউড পিনকেট,ডেমোক্র্যাট নেতা ইমতিয়াজ লিটু, আফরোজা পারভীন, ধীমান পাল, সোহেল আহমদ, সৈয়দ মো. কাউসার, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরীসহ সংগঠনের মূলধারার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের সমর্থনে কংগ্রেসওম্যান, ফ্রি হোল্ডার,শেরিফ পদে প্রতিদ্বন্দ্বীতাকারীরা বক্তব্য রাখেন এবং তাদেরকে বিজয়ী করতে ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় তারা সভায় উপস্থিতদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
এরপর সংগঠনের নেতারা সাংগঠনিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন। তার আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সংবাদ বিজ্ঞপ্তি