অনুষ্ঠিত হলো পাবনা সমিতি ইউএসএ ইনকের বার্ষিক সাধারণ সভা
১২ই জানুয়ারী জ্যাকসন হাইটসের খাবারবাডী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল পাবনা সমিতি ইউএসএ ইনকের বার্ষিক সাধারণ সভা। এদিন অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি ছিলেন মো. সফিকুল ইসলাম (নান্নু) ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো:মনিরুল ইসলাম (মনির)। সভাপতি সকল সদস্যকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
সাধারণ সম্পাদক সংগঠনের বার্ষিক কার্যবিবরণী পেশ করেন এবং সংগঠনের বিভিন্ন পর্যাযের কর্মকান্ড উপস্থাপন করেন।
সাধারণ সদস্যরা বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিভিন্ন ক্ষেত্রে খরচ কমিয়ে আনায় কার্যকরী কমিটি এবং সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রশংসা জানিয়ে অভিনন্দিত করেন।
নির্বাচন কমিশনার নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান । সভায় উপস্থিত সকল সদস্যরা তাদের সাফল্য কামনা করে করতালির মাধ্যমে অভিনন্দন জ্ঞাপন করেন।
পাবনা সমিতি ইউএসএ ইনকের কার্যকরী কমিটি ২০২০-২০২১ এর নির্বাচিত দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি মো: সফিকুল ইসলাম (নান্নু), সিনিয়র সহ-সভাপতি মো: রেজাউল হক রেজা, সহ-সভাপতি মো: কুতুব উদ্দিন, মো: কামরুল ইসলাম, মো: গোলাম ফারুক পান্না, ইঞ্জিনিয়ার মো: সাইফুল ইসলাম, মোহাম্মদ হক (খোকন)।
সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম (মনির), সহ-সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম (রাজু)।
সংবাদ বিজ্ঞপ্তি