অনুষ্ঠিত হলো ফোবানার ২০২০ এর নির্বাচন
যুক্তরাষ্ট্রে বাঙালিদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন বা ফোবানার ২০২০ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল ২৯ নভেম্বর রোববার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ফোবানার এবারের সাধারণ নির্বাচনে ছিলেন তিনজন নির্বাচন কমিশনার। তাদের পরিচালনায় অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ণ বিধিমালা অনুসরণ করে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কার্য সম্পন্ন করা হয়। এবারের ২০২০-২০২১ নতুন কার্যনির্বাহী কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন:
চেয়ারপারসন: জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক)
ভাইস চেয়ারম্যান: ডঃ আহসান চৌধুরী হিরো (হিউস্টন)
নির্বাহী সচিব: মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া)
যুগ্ম নির্বাহী সচিব: আরিফ আহমেদ (জর্জিয়া)
কোষাধ্যক্ষ: নাহিদুল খান (জর্জিয়া)
আউটস্ট্যান্ডিং মেম্বার: ডিউক খান (জর্জিয়া), আতিকুর রহমান (ফ্লোরিডা), হাসমত মোবিন (টেক্সাস), নাহিদ চৌধুরী মামুন (নিউজার্সি), এ টি এম আলম (ভার্জিনিয়া), সাদেক খান (ভার্জিনিয়া), আরেফিন বাবুল ও রেহান রেজা (ক্যানসাস)।
এছাড়া পদাধিকার বলে মেম্বর হয়েছেন বিদায়ী সভাপতি শাহ হালিম।❐