অবরোধের সমর্থনে নিউ ইয়র্ক বিএনপির বিক্ষোভ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার সব নেতার মুক্তি এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অবরোধের সমর্থনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশ করা হয়।
নিউ ইয়র্ক স্টেট এবং মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় বৃহস্পতিবার (৯ নভেম্বর) সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নিউইয়র্ক স্টেট এবং মহানগর দক্ষিণ ও উত্তরের সব নেতা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট বিএনপি আহ্বায়ক মাওলানা ওয়ালিউল্লাহ আতিকুর রহমান ও সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ, নিউ ইয়র্ক মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা ও সদস্য সচিব মো. বদিউল আলম, মহানগর উত্তরের আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন, সদস্য সচিব ফয়েজ চোধুরী প্রমুখ।