অবিস্ফোরিত বোমার সন্ধান, ৩০০০ মানুষকে সরিয়ে নিল রাশিয়া
রাশিয়ার বেলগো রোডে একটি অবিস্ফোরিত বোমার সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকার তিন হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়।
এর আগে রাশিয়া ভুলবশত নিজ এই শহরেই বোমা ফেলেছিল। রাশিয়ার একটি সুখোই-৩৪ ফাইটার জেট থেকে বোমাটি পড়েছিল। এতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনার দুই দিন পরেই অবিস্ফোরিত বোমার সন্ধান পাওয়া গেল। তবে গতকাল শনিবার আবিষ্কৃত বোমাটি একই বিমান থেকে পড়েছে কি না তা জানা যায়নি।
এই শহরটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে অবস্থিত। স্থানীয় গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৭টি অ্যাপার্টমেন্ট বিল্ডিংকে প্রায় ২০০ মিটার জুড়ে ঘেরাও করে রাখা হয়েছিল এবং প্রায় তিন হাজার বাসিন্দাকে সরিয়ে ফেলা হয়।
তিনি আরো বলেন, বোমার একটি শেল সরানোর পরে মানুষরা আবার তাদের নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাক্রমে যে বোমাটি ফেলে দেওয়া হয়েছিল সেই একই এলাকায়ই অবিস্ফোরিত বোমাটি পাওয়া গেছে। আগের বিস্ফোরিত বোমাটি শহরের কেন্দ্রের কাছে প্রায় ২০ মিটার (৬০ ফুট) প্রশস্ত একটি বিশাল গর্ত সৃষ্টি করেছে। বিস্ফোরণটি এতটাই বড় ছিল যে পাশের একটি দোকানের ছাদে একটি গাড়ি উড়ে গিয়ে পড়ে।
সূত্র : বিবিসি