অভিযোগগুলো হাস্যকর ও ভিত্তিহীন: ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি ব্যক্তিগত জিম্মায় রাখাসহ ৩৭টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগকে ‘হাস্যকর ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। আদালতে অভিযুক্ত হওয়ার পর প্রথম জনসমক্ষে বক্তব্য দিলেন ট্রাম্প।
শনিবার (১০ জুন) জর্জিয়ায় তার সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে আবারও নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।
সাবেক এই প্রেসিডেন্টের অভিযোগ, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ২০২৪ সালের নির্বাচন থেকে দূরে রাখতে তার বিরুদ্ধে প্রশাসন ও বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে।
ট্রাম্প এসব অভিযোগকে ‘দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান দ্বারা একটি প্রতারণা’ বলে অভিহিত করেছেন। তিনি এটিকে ‘তামাশা’ এবং ‘বিচারের প্রতারণা’ হিসেবেও বর্ণনা করেছেন।
জর্জিয়া ও উত্তর ক্যারোলিনায় এক ঘণ্টারও বেশি সময় ধরে নির্বাচনী প্রচারণা চালান ডোনাল্ট ট্রাম্প। এসময় তিনি উপস্থিত বিপুল সংখ্যক সমর্থকদের ধন্যবাদ জানান।
সূত্র: বিবিসি