অর্থপাচারের দায়ে অভিযুক্ত সাবেক মডেল
সাবেক মডেল জো-এমা লারভিনের বিরুদ্ধে প্রায় ৬০ লাখ ডলার মূল্যের ব্রিটিশ পাউন্ড পাচারের অভিযোগ উঠেছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দুই দফায় তিনি এ অর্থ দুবাইয়ে পাচার করেছেন বলে আদালতের শুনানিতে বলা হয়েছে।
অর্থ পাচারের সঙ্গে ৪৪ বছর বয়সী এ অভিনেত্রীর স্বামী জোনাথন জনসনও জড়িত বলে অভিযোগ রয়েছে। বলা হচ্ছে, দ্বিতীয় দফায় অর্থ পাচারের সময় সঙ্গে ছিলেন তার স্বামীও। এ ঘটনায় তাদের সঙ্গে আরো একজনের জড়িত থাকার কথা বলা হয়েছে। তবে তিনজনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ আদালতের বরাতে জানিয়েছে, আসামিরা তিনজনই হিথ্রো থেকে দুবাইয়ে ব্রিটিশ এবং স্কটিশ নোট পাচার করেছেন। লাখ লাখ পাউন্ড মূল্যের ব্যাংক নোটগুলো পাচারের সময় তারা সাধারণ যাত্রী হিসেবেই ভ্রমণ করছিলেন।
আদালতের পক্ষ থেকে বলা হচ্ছে, পাচারের অপরাধের পাশাপাশি ওই অর্থ বৈধ পথে অর্জিত ছিল কিনা তা নিয়েও তদন্ত করা হবে।
প্রসিকিউটররা বলছেন, অভিযুক্তরা ২০২০ সাল থেকেই এ পাচারকাজ চালিয়ে যাচ্ছেন। তারা তিনজন সবমিলে ১৬ দফায় অন্তত ১০ কোটি ডলার পাচার করে থাকতে পারেন।