আইফোনের গতি কমিয়ে দেওয়ার জন্যে অ্যাপলকে জরিমানা
গ্রাহকদের না জানিয়ে ইচ্ছে করেই পুরোনো মডেলের আইফোনের গতি কমিয়ে দেওয়ার ঘটনায় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে ২ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের প্রতিযোগিতা ও প্রতারণা বিষয়ক তদারকি সংস্থা ডিজিসিসিআরএফ এই জরিমানা আরোপ করেছে। ২০১৭ সালে অ্যাপল জানিয়েছিল, কিছু কিছু আইফোনের গতি কমিয়ে দেওয়া হয়েছিল। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি তখন এও বলেছিল, ডিভাইস আরো বেশি দিন যাতে কার্যকর থাকে সেই জন্যই এ কাজ করা হয়েছিল।
ফরাসি সংস্থা ডিজিসিসিআরএফ বলছে, আইফোনের গ্রাহকেরা জানতেন না যে, আইওএস আপডেট নেওয়ার কারণে তাদের ডিভাইসের গতি কমে যেতে পারে। তবে চুক্তির শর্ত হিসেবে অ্যাপলের উচিত ছিল এ সংক্রান্ত নোটিশ দেখানো। কিন্তু অ্যাপল এ কাজ করেনি। তাই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং অ্যাপল তা পরিশোধে সম্মত হয়েছে।
অ্যাপল এক বিবৃতিতে বলেছে, ডিজিসিসিআরএফ-এর আরোপ করা জরিমানার বিষয়টি এরই মধ্যে মিটিয়ে ফেলা হয়েছে।