আকবর আলী হলেন ম্যান অব দ্য ফাইনাল
শক্তিশালী ভারতের বিপক্ষে অনবদ্য ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ৭৭ বলে ৫টি চার ও এক ছক্কায় ৪৩ রানের লড়াকু ইনিংস খেলে ম্যান অব দ্য ফাইনালের পুরষ্কার জেতেন আকবর আলী।
আকবর আলীর ব্যাটেই প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ১৭৮ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়ার পর দলকে খেলায় ফেরানোর পাশাপাশি জয়ের বন্দরে পৌঁছে দেন বাংলাদেশ দলের অধিনায়ক।
পুরো টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে সাফল্য দেখালেও ব্যক্তিগতভাবে তেমন কোনও সাফল্য পান নি আকবর আলী। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জয় উপহার দেন আকবর।
বিশ্বকাপ জয়ের পর ইএসপিএন-ক্রিকইনফোকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ দলের জয়ের নায়ক অধিনায়ক আকবর আলী বলেন, ‘হঠাৎ অনেকগুলো উইকেট পড়ে যাওয়ার পর আমাদের প্রয়োজন ছিল জাস্ট একটা জুটির। তাই পরিকল্পনা ছিল আমাদের একটা জুটি গড়ার। আমি আমার পার্টনারদের এ বিষয়টাই বলেছি। আমরা শুধু স্বাভাবিক খেলাটা খেলেছি।’
তিনি বলেন, ‘আমাদের কোচিং স্টাফ অনেক কষ্ট করেছে। আমাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচরা আমাদের খুবই উৎসাহ দিয়েছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমার টার্গেট বছর দেড়েকের মধ্যে আরও ভালো কিছু করার। আমি ভবিষ্যত ক্রিকেটে আরও ভালো অবদান রাখতে চাই।’
শেষ দিকে ধারাভাষ্যকারের অনুমতি নিয়ে বাংলাদেশি দর্শকদের উদ্দেশে বাংলা ভাষায় বক্তব্য দেন। বাংলাদেশের অগণিত দর্শকদের উদ্দেশে বাংলায় আকবর আলী বলেন, আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা দ্বাদশ খেলোয়াড় হিসেবে আমাদের সঙ্গে ছিলেন।