আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন জো বাইডেন
আবারও নির্বাচনে দাঁড়াতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ব্যাপারে আগামী বছরের শুরুর দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে গতকাল বুধবার জানিয়েছেন তিনি। খবর রয়টার্স।
মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে জো বাইডেন বলেন, এ নির্বাচন গণতন্ত্রের জন্য ভালো।
এ দিকে হোয়াইট হাউস কর্মকর্তারা মনে করছেন, মধ্যবর্তী নির্বাচনে বাইডেনের দল ডেমোক্র্যাট প্রত্যাশার চেয়ে ভালো করেছে।
চলতি মাসে ৮০ বছরে পা রাখবেন বাইডেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশ নেবেন কিনা এ ব্যাপারে তার এক উপদেষ্টা জানিয়েছেন, ২০২৪ সালের নির্বাচনে নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা চলছে।
ধারণা করা হচ্ছে, আগামী নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০২০ সালে বাইডেনের সঙ্গে পরাজয়ের পর ট্রাম্প বলে আসছেন, বাইডেন গণতন্ত্রের জন্য হুমকি। মধ্যবর্তী নির্বাচনের প্রচারেও ট্রাম্পকে এ কথা বলতে শোনা গিয়েছে।
গত মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের তুলনায় খানিকটা ভালো করেছে রিপাবলিকানরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদের ৪০২টির ফল জানা গিয়েছে। এর মধ্যে রিপাবলিকানরা পেয়েছে ২১০ ও ডেমোক্র্যাটরা ১৯২ আসন। আর সিনেটে এখন পর্যন্ত ১০০ আসনের মধ্যে ৪৯টি রিপাবলিকানদের ও ৪৮টি ডেমোক্র্যাটদের দখলে গেছে।
যে তিনটি আসন উচ্চকক্ষের ভাগ্য ঠিক করবে, তাতে আরিজোনায় ডেমোক্র্যাট প্রার্থী ভালো ব্যবধানেই এগিয়ে আছেন। নেভাডায় রিপাবলিকান প্রার্থী এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার ভোটের ব্যবধান মাত্র ১৫ হাজার। ভোট গণনা এখনো প্রায় ১৬ শতাংশ বাকি।