আজারবাইজান-আর্মেনিয়া বহু হতাহত
আর্মেনিয়ার দখলে থাকা নাগোরনো-কারবাখ ঘিরে ভয়াবহ লড়াইয়ে জড়িয়ে পড়েছে আজারবাইজান। এতে উভয়পক্ষে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সংঘাত শুরুর জন্য দুপক্ষ পরস্পরকে দায়ী করেছে।
এদিকে লড়াই বন্ধে দু দেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায়। যুদ্ধবিরতিতে রাজি করাতে চলছে জোর কূটনৈতিক তৎপরতা।
স্থানীয় সময় রবিবার ভোরে শুরু হওয়া এই লড়াইয়ে আগে হামলা চালানোর জন্য দু’দেশ পরস্পরকে দায়ী করছে।
আর্মেনিয়া বলছে, আজারবাইজান প্রথমে বিমান ও কামান দিয়ে হামলা শুরু করেছে। পরে তারা এর জবাব দেওয়া শুরু করেছে এবং সামরিক বাহিনী ওই অঞ্চলে হামলার জন্য সংঘবদ্ধ হয়েছে। অন্যদিকে আজারবাইজান বলছে, চারদিক থেকে শুরু হওয়া গোলাবর্ষণের জবাব দিয়েছে তারা।
আজারবাইজানের দুটি হেলিকপ্টার, তিনটি ট্যাংক ধ্বংসসহ সেনা ও সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে আর্মেনিয়া। একই সঙ্গে ১৭ বিদ্রোহী নিহত ও শতাধিক আহত এবং কিছু এলাকার নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি স্বীকার করেছে আর্মেনিয়া সমর্থিত নাগোরনো-কারবাখ প্রশাসন।
অন্যদিকে, একটি কৌশলগত পাহাড়ের চূড়াসহ আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা একটি জেলার সাতটি গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবী করেছে আজারবাইজান। একই সঙ্গে অস্ত্র গুদাম, রাডার ব্যবস্থাসহ আর্মেনিয়ার বেশকিছু সামরিক স্থাপনা ধ্বংসের দাবী করেছে বাকু।
একই সঙ্গে বেসামরিক নাগরিক নিহতসহ নিজেদের সেনা ও সরঞ্জামের ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেছে আজারবাইজান। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলা হয় নি।❐