আটলান্টিক সিটিতে প্রবাসী হিন্দু রমনীদের সিঁদুর খেলা
সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি: সনাতন হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব শারদীয় দুর্গাপূজায় আটলান্টিক সিটিতে কয়েকদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়েছে। শারদীয় দুর্গাপূজা উৎসবের অন্যতম ও গুরুত্বপূর্ণ আয়োজন ‘সিঁদুর খেলা।’ সিঁদুর খেলা অনুষ্ঠিত হয় বিজয়া দশমীর দিনে। এদিন সকালে পূজার পর থেকে শুরু করে দেবীকে বিদায়ের শেষ মুহূর্ত পর্যন্ত চলে সিঁদুর খেলা। সিঁদুর খেলা হিন্দুদের রঙ খেলা থেকে কিছুটা ভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু নারীরা গেল ১৫ অক্টোবর শুক্রবার দুর্গোৎসবের শেষ দিন সিঁদুর খেলায় মেতে উঠেছিল। দেবী দুর্গার বিদায়ের আগে শুক্রবার সকালে শ্রী শ্রী গীতা সংঘের মন্দিরে চলে সিঁদুর খেলা। সকালে পূজা অর্চনার পর দেয়া হয় পুষ্পাঞ্জলি। এরপরই হিন্দু বিবাহিত নারীরা দেবীর পায়ে সিঁদুর নিবেদন করেন। পরে সেই সিঁদুর একে অপরকে লাগিয়ে আগামী দিনের জন্য শুভ কামনা ও সঙ্গে স্বামী সন্তানের মঙ্গল কামনা করেন।
দশমীর দিনে সর্বশেষ যে রীতিটি পালিত হয় ‘দেবী বরণ।’ বিবাহিতা নারীরা সিঁদুরসহ অন্যান্য উপাচারের সঙ্গে দেবী বরণ করেন। দুর্গা মাকে বিসর্জনের আগে তাঁর সিঁথিতে সিঁদুর মাখানোর পর অবশিষ্ট সিঁদুর দিয়ে তাঁরা একে অপরকে রাঙিয়ে দেন। এটিকে দেখা হয় বিবাহিতা নারীদের সৌভাগ্যের কামনা হিসেবে দেখা হয়। মূলত বিবাহিতা নারীরা একে অন্যকে সিঁথি জুড়ে থাকে সিঁদুরে রাঙিয়ে দেন। সিঁদুরের লাল রঙকে শক্তির প্রতিরূপ হিসেবে ধরা হয়।
অবিবাহিতা মেয়েরাও সিঁদুর খেলায় অংশ নেন। বিবাহিত নারীরা অবিবাহিত মেয়েদের সিঁদুর পরিয়ে দেন যেন দুর্গা মায়ের আশীর্বাদে তাদের ভবিষ্যৎ বিবাহিত জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে । এদিনে প্রায় সব নারীই লাল রংয়ের শাড়ি পরেন।