আদানির টাকায় কেনা পুরস্কার নেবেন না দলিত কবি
আদানি শিল্পগোষ্ঠী পৃষ্ঠপোষক হওয়ায় সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিয়েছেন ভারতের তামিলনাড়ুর এক দলিত কবি। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আয়োজন করে একটি ইংরেজি সংবাদপত্র। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২ জন কৃতী নারীকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। তাদের মধ্যে ছিলেন দলিত সাহিত্য নিয়ে দীর্ঘ দিন কাজ করা তামিল কবি সুকিরথারানিও। পুরস্কার গ্রহণের বিষয়ে আয়োজকদের প্রাথমিক ভাবে সম্মতিও দেন তিনি।
পরে পুরস্কারটির পৃষ্ঠপোষকতায় আদানি গোষ্ঠী রয়েছে বলে জানতে পারেন তিনি। তারপরই আদানিদের টাকায় কেনা পুরস্কার গ্রহণ করবেন না বলে আয়োজকদের জানিয়ে দেন। সুকিরথারানি বলেন, ‘আমি যে দর্শনে বিশ্বাস করি এবং যে দর্শন জীবনে মেনে চলি, এই পুরস্কার নিলে তার বিরুদ্ধাচরণ করা হবে’
গত ৮ ফেব্রুয়ারি তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের একটি হোটেলে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিকে পুরস্কার ফিরিয়ে দিলেও এই পুরস্কারের জন্য মনোনীত করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন সুকিরথারানি।
দলিত সাহিত্য এবং দলিতদের জীবনযাপন নিয়েও মুখ খুলেছেন সুকিরথারানি। আর পাঁচ জন নারীর তুলনায় দলিত নারীদের জীবনসংগ্রাম যে আরো কঠিন, তাও নিজের লেখায় বার বার ফুটিয়ে তুলেছেন। তার কথায় উঠে এসেছে মহাশ্বেতা দেবীর লেখার প্রসঙ্গও।
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সংস্থা হিন্ডেনবার্গ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারে বাজারে কারচুপি সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে। এরপরই ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কী সম্পর্ক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এ নিয়ে তদন্তের দাবিতে সরগরম সংসদও। এই আবহে সুকিরথারানির পুরস্কার প্রত্যাখ্যান আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো বলে মনে করছেন অনেকে।