আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ফার্স্ট এইড হোম কেয়ার
নিউ ইয়র্ক প্রতিনিধি: নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফার্স্ট এইড হোম কেয়ার।
গেল ১৪ অক্টোবর (শুক্রবার) নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রীট কার্যালয়ে ফার্স্ট এইড হোম কেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফার্স্ট এইড হোম কেয়ারের প্রেসিডেন্ট ও চিত্রনায়ক হেলাল খান।
এছাড়াও এই প্রতিষ্ঠানের অংশীদার ফাহাদ সোলায়মান, বাবু খান, হেলাল খান, শাহ জে. চৌধুরী, আতিকুল হক জাকির ও রিজু মোহাম্মদ বক্তব্য রাখেন।
প্রতিষ্ঠানটির পক্ষে রোকন হাকিম ও তাসমিয়া আহমেদসহ উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী রিজিয়া পারভিন, জেবিবিএর সভাপতি হারুন ভূঁইয়া, সহ সভাপতি জেড আলম নমি ও জ্যাকসন হাইটস ফ্রেন্ডস সোসাইটির সভাপতি লিটু চৌধুরী প্রমুখ।
উদ্বোধনের পর প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টরা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ফার্স্ট এইড হোম কেয়ার সম্পর্কে অবহিত করেন।
ফাহাদ সোলায়মান জানান, বয়স্করা ঘরে বসে স্বাস্থ্য সেবা পেতে ফার্স্ট এইড হোম কেয়ার দক্ষতা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে। এ ব্যাপারে তিনি প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।