আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিপরীতে বিজেপির নতুন ভাষা আমদানি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দল বিজেপি সেখানে ২০ সেপ্টেম্বর‘মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করেছে বলে জানিয়েছে বিবিসি।
দলীয় নেতৃত্ব এজন্য সোশ্যাল মিডিয়াতে জোরালো প্রচারণাও চালিয়েছে। তারা বলছে, দু’বছর আগে এই দিনটিতেই উত্তর দিনাজপুর জেলার একটি স্কুলে উর্দু শিক্ষক নিয়োগের প্রতিবাদে জনতার বিক্ষোভে পুলিশ গুলি চালায়।
এতে বিজেপির দুজন কর্মী নিহত হন, তাদের স্মৃতিতেই এই দিনটি মাতৃভাষা দিবস হিসেবে স্মরণযোগ্য।
তবে উর্দু বা আরবির প্রভাবে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা বিপন্ন বলে বিজেপি যে যুক্তি দিচ্ছে, রাজ্যের সাহিত্যিক বা ভাষাবিদরা অনেকেই তার সঙ্গে একমত নন।
ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও মনে করছে, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের জায়গায় নতুন এই দিবসের আমদানি স্রেফ ইতিহাস বিকৃত করার চেষ্টা ছাড়া কিছুই নয়।❐