আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠাল ভারত
স্মরণকালের ভয়বাহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানকে মানবিক সাহায্য পাঠিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পিএআই) জেপি সিং শুক্রবার তালেবান কর্মকর্তাদের উপস্থিতিতে ভারতের মানবিক সহায়তা হস্তান্তর করেছে।
ভারতের ভূমিকম্প ত্রাণ সহায়তার প্রথম চালান বৃহস্পতিবার কাবুলে পৌঁছেছে। শুক্রবার সকালে পৌঁছেছে ত্রাণ সহায়তার দ্বিতীয় চালান।
এসব সহায়তার মধ্যে রয়েঠে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল ও মাদুরসহ প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে।
মানবিক সহায়তা কার্যকর করার জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রচেষ্টাকে নিবিড়ভাবে সমন্বয় করার জন্য ভারতের একটি প্রযুক্তিগত দল বৃহস্পতিবার কাবুলে পৌঁছেছে। কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাসে ওই দলটি অবস্থান করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
এদিকে, ভারতের এই সহায়তার উদ্যোগকে স্বাগত জানিয়েছে তালেবান সরকার।