আবারও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা
ফের উত্তেজনা আমেরিকা এবং তেহরানের মধ্যে। নতুন করে ফের হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। তার এই হুমকির কয়েখ ঘন্টার মধ্যেই ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে।
হোসেন সালামি বলেন, যেখানেই মানুষ নির্যাতিত হতেন কাসেম সুলাইমানি ও তার যোদ্ধারা সেখানেই উপস্থিত হতেন। লড়াই করতেন। তিনি ও তার বাহিনী গোটা মুসলিম উম্মাহর ঢাল হিসেবে কাজ করেছেন।
আইআরজিসি’র কমান্ডার আরও বলেন, ইজরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধের সময় জেনারেল সোলাইমানি ময়দানে উপস্থিত ছিলেন। তার জীবন ঝুঁকির মধ্যে ছিল। জীবনের ঝুঁকি নেওয়াই ছিল তাঁর শিল্প।
আইআরজিসি’র কমান্ডার ইজরায়েলের এক কর্মকর্তার সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, আমি ইজরায়েলকে বলছি, তোমরা যদি একটু ভুল করো তাহলে তোমাদের উভয়কে (আমেরিকা ও ইজরাইল) একসঙ্গে আঘাত করা হবে।
ইজরায়েলের এক আধিকারিক সম্প্রতি বলেছেন, তারা সিরিয়া ও ইরাকে ইরানিদের হত্যা করার জন্য কাজ ভাগ করে নিয়েছে।
এদিকে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশের কে১ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না তা এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার মার্কিন ঘাঁটিতে হামলাটি হয়েছে সোলেইমানি-মুহান্দিস হত্যার ঠিক ৪০ দিনের মাথায়। সেক্ষেত্রে এ হামলার সঙ্গে সোলেইমানি হত্যার ৪০ দিন শোকের সময়সীমার সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এখনো হামলার দায় কেউ স্বীকার করেনি।